ইসলামিক নাম

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বন্ধুরা এই  আমরা প্রকাশ করেছি এ দিয়ে ছেলেদের অসংখ্য ইসলামিক নাম অর্থসহ। পরিবারের নবজাতক শিশুর জন্মের পূর্বে এবং পরে একটি সুন্দর ইসলামিক নাম রাখার প্রতি সকলেই আগ্রহী হয়ে ওঠেন তাই তারা অনেকেই ছেলে বাবুদের ইসলামিক নাম অর্থসহ জেনে-বুঝে রাখতে চায় তাই এই ব্লগ পোস্টে আমরা শেয়ার করেছি ছেলে শিশুদের সেরা আনকমন ইসলামিক নাম অর্থসহ। এই তালিকার নামগুলো অত্যন্ত চমৎকার ও ইউনিক।

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহএখানে ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম বর্ণনা করা হল অর্থসহ ইংরেজি ও আরবি উচ্চারণ দেয়া হলঃ

ইখতেখারুদ্দিন = Ikhtekharuddin = اختخار الدين =ধর্মের গৌরব।

ইছাদ = Ichad = رشاد = সুখীকরণ।

ইছহাক = Ishak = إسحاق হযরত ইছহাক আঃ।

ইখলাস = Ikhlas =إخلاص = নিষ্ঠা, আন্তরিকতা।

ইছকান = Ichkan = أيسكان = আবাসন।

ইছামুদ্দীন = Isamuddin = هشام الدين= ধর্মের বন্ধনী।

ই’জায = Ijaz =إيجاي = অলৌকিক।

ইছমত = Ismat = عصمت = পবিত্রতা, সংরক্ষণ, সাহাবীর নাম।

ইজাউ = Ijau = مدينة أيتشو = প্রচার করা।

ইকতিদার = Iktidar = إيكتيدار =কর্তৃত্ব।

 

 

ইকরামুল হক = Ekramul Haque = إكرامول هاك= সত্যের মর্যাদাদান।

ই’তা = Ita = إيتا = দান করা।

ইতকান = Itkan = اتكان =বলিষ্ঠতা।

ইনান = Enan = إينان = পুরষ্কার।

ইরশাদ = Ershaad = إرشاد = পথের সন্ধান দেওয়া।

ইফরাত = Efrat = পর্যাপ্ত।

ইজতিসাব = Ejtisab = عزبة = উড়ো।

ইরতিজা = Irtija = فراتيجا = পছন্দ।

ইত্তেফাক = Ittefaq = ايتفاك = মিলন।

ইতেহাফ = Itehaf = عيحاف উপহার দান করা।

ইসবাত = Isbat =يشابات  প্রমাণ করা।

ইজতিনাব = Ijtinab = এড়িয়ে চলা।

ছেলেদের জনপ্রিয় ইসলামিক নাম ২০২২। ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম । ছেলেদের সেরা নামের তালিকা ২০২২। এই তালিকার নামগুলো দেখুন দারুন সব বিখ্যাত  নামগুলো এই তালিকায় যুক্ত করেছিঃ

নাম নামের অর্থ
ইকামাত প্রতিষ্ঠা করা
ইমাম নেতা, অগ্রণী
ইনামুল কবির মহামহিম আল্লাহ্‌র দান
ই’তা দান করা
ইত্তিসাম চিহ্নিত করা
ইজাব কবুল করা
ইফতেখার গৌরব
ইজাবত জবাব দান
ইমাদ খুঁটি, শক্তি
ইখতিসাস বৈশিষ্ট্য
ইযযুদ্দীন দ্বীনের গৌরব
ইছামুদ্দীন ধর্মের বন্ধনী
ইনমাউল হক সত্যের বিকাশসাধন
ইফতেখারুদ্দীন ধর্মের গৌরব
ইবতিহাল বিনয়ের সাথে দোয়া করা
ইমদাদুল হক সত্যের সহায়তা
ইছমত পবিত্রতা, সংরক্ষণ, সাহাবীর নাম
ইবরায প্রকাশ করণ
ইনজাদ সাহায্যকরণ
ইবতেসাম হাসি, মুচকি হাসি
ইমতিনান সাহায্য, উপকার
ইযলাফুল হক মহাসত্য আল্লাহ্‌র নৈকট্য
ইকবাল উন্নতি, সমৃদ্ধি, সৌভাগ্য
ইনজায প্রাপ্তি, সাফল্য
ইছাদ সুখীকরণ, সৌভাগ্যবানকরণ
ইনজিমাম মিলন, সংযোগ
ইযাফাহ্‌ বাড়তি সংযোজন
ইযযত ক্ষমতা, সম্মান
ইকরাম সম্মান করা
ইকদাম পদক্ষেপ
ইজাউ প্রচার করা
ইছকান আবাসন
ইখতিয়ারুদ্দীন দ্বীনের বাছাই
ই’তিরাফ স্বীকার করা
ইয্যু মর্যাদা
ইফাদ উপকার করা
ইনকিয়াদ বাধ্যতা, অনুগত্য
ইখতিয়ার বাছাই, পছন্দ, নির্বাচন
ইকলিল মালা
ইখতেলাত মিলামিশা
ইযহার উজ্জ্বলতা
ইকতিদার কর্তৃত্ব
ইত্তিফাক একতা, মিলন
ইতকুর রহমান দয়াময় আল্লাহ্‌র শ্রেষ্ঠত্ব
ইববান সময়
ইমরান সমৃদ্ধিজনক, হযরত মূসা (আঃ) এর পিতার নাম
ইখলাস নিষ্ঠা, আন্তরিকতা
ইত্তিসাফ প্রশংসা, গুন বর্ণনা
ইবরার রক্ষাকরণ
ইমামুল হক সত্যের পথিকৃৎ
ইমাদুদ্দীন ধর্মের স্তম্ভ
ইমারত দেশ শাসন করা, আমীর শাসিত রাজ্য
এই তালিকার নামগুলো কুরআন হাদীসের আলোকে সহিহ সনদে অর্থসহ দেয়া তাই অনায়াসে নাম নির্বাচন করতে পারবেন।তাই যে কোনো আধুনিক মননের মানুষ তাদের নবজাতকের জন্য পছন্দ করবে।

ছেলে শিশুর ইসলামিক নামের গুরুত্ব

আল্ট্রা মডার্ণ যুগে মানুষ তার পরিচয়ে বিভিন্ন রকমের আজেবাজে নাম নির্বাচন করে থাকে।তবে যেহেতু ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান তাই নাম রাখায় শরিয়তে ধরাবাঁধা কিছু নিয়ম কানুন রয়েছে।অতএব নাম হতে হবে ইসলামিক ও সুন্দর অর্থবহ।

Ratul

আমি রাতুল, এটা আমার ডাক নাম। এই নামে আমার এলাকার সবাই আমাকে চিনবে তবে বাইরের কেউ হয়তো চিনবে না। আমি বিশ্বাস করি সফলতা ভাগ্য এবং পরিশ্রমের দ্বারা নির্ধারিত। এই ব্লগটি আমি সখ করে তৈরি করেছি, এবং এটিই আমার ১ম ব্লগ। আশা করি আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *