দিবস

স্বাধীনতা দিবস – তারিখ,ইতিহাস, শুভেচ্ছা বার্তা, উক্তি, শুভেচ্ছা স্ট্যাটাস, শুভেচ্ছা ছবি, কবিতা এবং গান

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার সূর্য তারা ছিনিয়ে নিয়েছে আমরা সেই সকল মহানায়কদের কখনোই ভুলবো না। যারা স্বাধীনতার জীবন জন্য নিজের জীবন বাজি রেখে শুদ্ধ করে আমাদের জন্য এই মাতৃভূমি রেখে গেছেন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের স্বাধীনতা দিবসের আর্টিকেল শুরু করলাম। এই আর্টিকেলের স্বাধীনতা দিবসের ইতিহাস ছবি শুভেচ্ছাবার্তা সহ বিস্তারিত আলোচনা করা থাকবে।

স্বাধীনতা দিবসের ইতিহাস

উপমহাদেশ থেকে ব্রিটিশ রাজ চলে যাওয়ার পর উপমহাদেশকে দুইটি প্রধান ভাগে ভাগ করে দেওয়া হয়। একটি হলো পাকিস্তান অন্যটি হিন্দুস্থান ভারত। ভারত অবিভক্ত রাষ্ট্র হলেও পাকিস্তানের দুটি আলাদা আলাদা প্রদেশ নিয়ে গঠিত হয়। একটি প্রদেশে হচ্ছে পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) সেই সময় পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হলেও পূর্ব পাকিস্তানের লোকজন কার্যত পরাধীন হয়ে থাকল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা বাংলার মানুষের উপর নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করলো।

তারা বাংলাদেশের মানুষদের শাসন, শোষণ, নিপীড়ন, জুলুম চালাতে থাকলাম। তারা এই বাংলা থেকে হাজার হাজার টাকা পয়সা জিনিসপত্র লুট তরাজ করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেতে লাগল। শিক্ষা,  চিকিৎসা সহ পূর্ব  পাকিস্তানের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে থাকলো। তারা বাংলা ভাষা সংস্কৃতির উপর আঘাত হানল। বাংলার মানুষের সংস্কৃতি মুছে ফেলার জন্য প্রথমেই উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে বাংলার মানুষেরা সংগ্রাম করতে শিখেছিল। সংগ্রাম করে কিভাবে অর্জন করতে হয় সে সবকিছু ভালোভাবে অর্জন করেছিল বাংলার মানুষ।

১৯৭০  সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে নি। এর নানা ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পেশ করেন। মূলত সেই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এরপর ১৯৭১ সালের ২৫  মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইট নামে এদেশের নিরীহ বাঙ্গালীদের উপর নির্বিচারে গুলি চালায়। তারপরের দিন ২৬ শে মার্চ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এইজন্য ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

স্বাধীনতা দিবস কবে?

১৯৭১  সালের ২৫  শে মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরস্ত্র,  ঘুমন্ত বাঙ্গালীদের উপর এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। পরদিন ২৬ শে মার্চ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। সেই থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা

বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বন্ধুবান্ধব প্রিয়জনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকে। আমি নিবন্ধের এই অংশে স্বাধীনতা দিবসের কিছু শুভেচ্ছা পত্র সংযুক্ত করে দিলাম। এই শুভেচ্ছা বার্তা গুলো দিয়ে স্বাধীনতা দিবসের আনন্দ বন্ধুবান্ধব প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারবেন।

স্বাধীনতা দিবসের উক্তি

জনৈক একজন মনিষী বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এসমস্ত আরো অন্যান্য স্বাধীনতা দিবসের উক্তি এই নিবন্ধের সংযুক্ত করেছে। আপনি এখান থেকে স্বাধীনতা দিবসের খুব সুন্দর সুন্দর উক্তি পেতে পারেন।

* এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

* একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়। – হুমায়ূন আজাদ

* আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব- হুমায়ূন আহমেদ

* বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর – জীবনানন্দ দাশ

* স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। – শামসুর রাহমান

* যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

* তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা

* এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না। – জয়নুল আবেদিন

* আমরা স্বাধীন হয়েছি তাই আমরা স্বাধীন জীবন যাপন করবো এমনটা ভাবা ঠিক নয়। আমরা আজন্ম স্বাধীন। – উইলিয়াম ফকনা

* শৃঙ্খল ভাঙ্গার মধ্যে একধরণের পৈশাচিক স্বাধীনতা আছে। – রবার্ট ফ্রস্ট

* স্বাধীনতা মানুষের মনের একটি খোলা জানালা, যেদিক দিয়ে মানুষের আত্মা ও মানব মর্জাদার আলো প্রবেশ। – হার্বার্ট হুভার

* নিজের ইচ্ছামতো বাঁচা ছাড়া স্বাধীনতার অর্থ আর কিইবা হতে পারে। – অ্যাপিকটিটাস

* স্বাধীনতা একটি সুযোগের নাম যার মাধ্যমে আমরা যা কখনই হতে পারার কল্পনা করতে পারিনা তা হতে পারি।- ড্যানিয়াল যে ব্রুস্টিন

* স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর। – কাহলিল জিবরান

* স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার। – মিল্টন

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস

ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার স্বাদ দিতে,
যারা নিজেদের জীবনের পরোয়া করেননি।
তাঁদের প্রতি আমরা স্যালুট রইলো।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡

গর্ব তো অনেক কিছুতেই হয়,
কিন্তু ভারতের এই পবিত্র মাটিতে
জন্ম নেওয়ার মতো গর্ব
অন্য কিছুতে হয় না।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছবি

২৬ ই মার্চ  দিনটি ১৮  কোটি বাংলাদেশির  কাছে সবচেয়ে গর্বের দিন। এই দিন স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও সাহসিকতাকে প্রণাম করার দিন, তাদের বলিদানকে শ্রদ্ধা জানানোর দিন। এই দিন আমাদের স্বাধীনতার দিন। এই বিশেষ দিনের উদেশ্যে আমরা আপনাদের জন্য দেশভক্তিতে ভরা সেরা স্বাধীনতা দিবসের পিকচার কালেকশান নিয়ে এলাম।

স্বাধীনতা দিবসের ছবি
স্বাধীনতা দিবসের ছবি

 

Ratul

আমি রাতুল, এটা আমার ডাক নাম। এই নামে আমার এলাকার সবাই আমাকে চিনবে তবে বাইরের কেউ হয়তো চিনবে না। আমি বিশ্বাস করি সফলতা ভাগ্য এবং পরিশ্রমের দ্বারা নির্ধারিত। এই ব্লগটি আমি সখ করে তৈরি করেছি, এবং এটিই আমার ১ম ব্লগ। আশা করি আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে উপকৃত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *